ময়মনসিংহে মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সংশ্লিষ্ট অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ।
সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে মুক্তাগাছা থানা পুলিশ ।গ্রেপ্তারকৃতরা হলেন, ইমরান খান (২৬), সৌমিক সাহা (২২), মামুনুর রশিদ খান (৩৫) এবং সওদাগার (২৫) ।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, ২ আর্মড পুলিশ ব্যটালিয়ন রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ঘোগা ইউনিয়নের চারিপাড়া থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান খানকে ,শহরের মধ্যহিস্যা থেকে ১২ পিস ইয়াবাসহ সৌমিক সাহাকে, খেরুয়াজানি ইউনিয়নের আহমদপুর থেকে মামুনুর রশিদ খান (পল্লব) ও বানিয়াগাজীর সওদাগরের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং সংশ্লিষ্ট অভিযোগে তাদের আটক করে । রাতেই তাদেরকে থানায় সোপর্দ করে ।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল হক জানান, আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে পৃথক ৩টি মামলা দায়ের করা হয় । সোমবার গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে ।
মন্তব্যসমূহ