শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দুধনই গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হচ্ছে স্থানীয় আবু তালেব (৫৫) ও আব্দুল খালেক (৫২)।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার দুধনই গ্রামের আব্দুল খালেকের ধান ক্ষেতে বিদ্যুতের একটি তার নিচের দিকে ঝুলানো ছিল। বুধবার সকালে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় ওই তারটি বাঁশের খুঁটি দিয়ে উপরে উঠাতে গেলে তারটি ছিড়ে শরীরের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবু তালেব ও আব্দুল খালেক মারা যায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবত ওই তারটি নিচের দিকে ঝুলানো ছিল। বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার জানানো স্বত্বেও বিদ্যুৎ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ