গফরগাঁওয়ে দালাল ছাড়া মেলে না পিডিবির সংযোগ

আশরাফ উদ্দিন সিজেলঃ দালাল ছাড়া মিলছে না গফরগাঁওয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নতুন বিদ্যুৎ সংযোগ। ময়মনসিংহ জেলার গফরগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগ নিয়ে এমনই অভিযোগ করেছেন গ্রাহকরা। গফরগাঁও পিডিবি সংশ্লিষ্ট কর্মচারীরাই এ অভিযোগ স্বীকার করেছেন।
অফিসটির খোদ স্টোর ইনর্চাজ দেলোয়ার হোসেন প্রতিনিধির কাছে বিষয়টি স্বীকার করে বলেন, দালাল ছাড়া সরাসরি গ্রাহকরা কিছু করতে পারেন না। তিনি আরও বলেন, নতুন সংযোগে বাড়তি অর্থ (ঘুষ) নেওয়া হয়। এই বাড়তি টাকা অফিস খরচ হিসেবে নেওয়া হয় বলেও জানান তিনি।
দেলোয়ার বলেন, অফিস খরচের টাকা নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন ও হিসাবরক্ষক আব্দুল মালেক ভাগ বাটোয়ারা করে নেন।
প্রতিটি নতুন সংযোগে গ্রাহকের কাছ থেকে দালাল কত টাকা নেয়, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৪ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়। গফরগাঁও পিডিবির অফিসটি এখন দালালদের নিয়ন্ত্রণে বলা চলে। নতুন সংযোগ দালাল ছাড়া একেবারেই হয় না।
পৌর শহরের শিলাসী এলাকার তুহিন বলেন, নতুন সংযোগ নিতে গেলে নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামান কোনও ফাইলে স্বাক্ষর করেন না। পরে নির্দিষ্ট দালালদের কাছে বাধ্য হয়েই যেতে হয়।
অফিসে সরেজমিনে গিয়ে জানা গেছে, অফিসে কর্মরত মাস্টাররোল কর্মচারী সুমনের নেতৃত্বে চলছে দালাল সিন্ডিকেট। এসব দালাল নিয়ন্ত্র্রণ করেন উপ সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন।
মাস্টাররোল কর্মচারী সুমন বলেন, আমি এসব কাজ করি না। অফিসের একটি গ্রুপ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
উপ-সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলতে বলেন।
পৌর শহরের আজিম উদ্দিন, রশিদ মিয়া, আব্দুছ সাত্তারসহ অনেকে ফাইল নিয়ে পিডিবি’র গফরগাঁও অফিসে ঘুরছেন, কিন্তু দালাল ছাড়া নতুন সংযোগের কাজ করতে পারেননি। বাধ্য হয়ে তারা বাড়ি ফিরে যান। এদিকে, এসব দালাল নতুন সংযোগ নিতে গেলে গ্রাহকদের নানা হয়রানি করেন বলেও অভিযোগ রয়েছে। ঘুষ না দিলে নানা অজুহাত দেখান তারা। এসব বিষয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ করলে উল্টো আরও বেশি হয়রানির শিকার হন গ্রাহকরা।
পাঁচবাগ ইউনিয়নের আমাটিয়া গ্রামের একাধিক গ্রাহক জানান, তাদের কাছ থেকে পিডিবির দালালরা নতুন সংযোগে ১০ থেকে ১৫ হাজার টাকা আদায় করেছেন।
তবে গফরগাঁও পিডিবির নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামানের দাবি তার অফিসে কোনও দালাল নেই। স্টোর ইনর্চাজ দেলোয়ার হোসেনের বক্তব্যকে ব্যক্তিগত মত বলেও দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে পিডিবি ময়মনসিংহের প্রধান প্রকৌশলী ফকরুজ্জামান বিষয়টি দেখবেন বলে মুঠোফোনে জানান।

মন্তব্যসমূহ