ককটেল ও বোমা তৈরীর সারঞ্জমসহ ৪ নারী জেএমবি সদস্য আটক

সিরাজগঞ্জ শহরের মাসুমপুর উত্তরপাড়া মহলস্নার একটি বাড়ীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ জিহাদী বই, ৬টি ককটেল ও গ্রেনেড তৈরীর সরঞ্জামাদিসহ নিষিদ্ধ ঘোষিত জামাতুল  মুজাহিদীন বাংলাদেশ জেএমব ‘র ৪ নারী নিষিদ্ধ সদস্যকে আটক করেছে ৷ 

২৪ জুলাই রবিবার ভোররাতে  মাসুমপুর মহল্লার হুকুম আলীর বাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়৷আটককৃতরা হলো- সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা  তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা  আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে  মামুনের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন  আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)৷ 

অভিযানের সময় আটককৃতদের সাথে থাকা ৪জন  শিশুকেও নিয়ে আসা হয়েছে৷ শিশুগুলোও পুলিশ হেফাজতে রয়েছে৷অভিযান পরিচালনাকারী সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওহেদুজ্জামান জানান,  সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর বাসা ভাড়া নিয়ে গত ১ মে থেকে  জেএমবি সদস্যরা অবস্থান করছিল৷ গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ওই বাড়িতে অভিযান চালানো  হয়৷ 

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘরের আলো বন্ধ করে চুপ করে থাকে৷ পরে বাড়ির দরজা ভেঙ্গে  ভিতরে প্রবেশ করে তাদের হাতে নাতে আটক করা হয়৷ এ সময় ঘরের ভেতরে তল্লাশী চালিয়ে একটি  ট্র্যাংকের ভেতর থেকে ৬টি তাজা ককটেল, গ্রেনেড তৈরীর বিভিন্ন উপকরণ, ১০টি ছোট সার্কিট বোর্ড,  লোহার তৈরী গ্রেনেডের টি বডি ও ৭৮ পৃষ্ঠার ৯টি জিহাদী বই উদ্ধার করা হয়৷সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, আটককৃতরা শহরে বড় ধরনের নাশকতা করার  জন্য ওই বাড়ীতে অবস্থান নিয়েছিলো৷ 

তবে পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে আটক করে তাদের  সকল পরিকল্পনা নস্যাত্‍ করে দিতে পেরেছে৷ বর্তমানে তাদের ডিবি পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ  করা হচ্ছে৷ এ ঘটনায় মামলা হয়েছে৷

মন্তব্যসমূহ