স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের অন্যতম ভেন্যু ময়মনসিংহ রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা এই স্টেডিয়াম ও প্র্যাকটিস ভেন্যু পরিদর্শন করেছেন। ৫ আগষ্ট থেকে ময়মনসিংহ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শুরু হবে।
বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর নেতৃত্বে কর্মকর্তারা এই স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাত জাহান শাহিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর হায়াত খান নঈম উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ স্টেডিয়াম পরিদর্শন শেষে মাঠের কিছু ঘাস কাটা এবং নতুন ঘাস লাগানো, বালু ভরাটসহ বেশ কিছু সংস্কারের জন্য দিকনির্দেশনা দেয় বাফুফের প্রতিনিধিদল। উল্লেখ্য, বিপিএল ফুটবলে অন্যতম ভেন্যু ময়মনসিংহ স্টেডিয়াম। এই মাঠে আসরের বেশ কিছু ম্যাচ হবে।
মন্তব্যসমূহ