তামান্নার এক গানের জন্য দাবি ৪২ লাখ রুপি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বহুল আলোচিত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন ‘মিল্ক বিউটি’ খ্যাত এ অভিনেত্রী। 

বর্তমানে বাহুবলি সিনেমার পরবর্তী কিস্তি বাহুবলি-দ্য কনক্লুশনসিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনেত্রী সিনেমাটি। 

এদিকে খুব শিগগিরই জনতা গ্যারেজ শিরোনামের একটি অ্যাকশন-ড্রামা সিনেমাতে দেখা যাবে তামান্নাকে। তবে সিনেমাটিতে অভিনয় করছেন না তিনি। একটি আইটেম গানে দেখা যাবে তাকে। এই আইটেম গানটির জন্য তামান্না দাবি করেছেন ৪২ লাখ রুপি। নির্মাতারাও অবশ্য পারিশ্রমিকের ব্যাপারে কোনো আপত্তি করেননি। শোনা যাচ্ছে, নির্মাতারা চাইছেন এক রাতের মধ্যেই গানটির শুটিং শেষ করতে। এ অভিনেত্রীও এতে সম্মতি জানিয়েছেন।

জনতা গ্যারেজ সিনেমাটিতে অভিনয় করছেন-জুনিয়র এনটিআর, সামান্থা, নিতিয়া মেনন, মোহনলাল প্রমুখ। আগামী ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্যসমূহ