তোমাদের শহর
-----সেলিনা জাহান প্রিয়া
-----সেলিনা জাহান প্রিয়া
তোমাদের এই শহরের মানুষ গুলো
এখন আর মানুষ নাই তারা
ইট পাথরের দালান গুলো যেন গুহা
গাছ নাই পাখি নাই আকাশ নাই
আলো বাতাস ছায়া নাই !
তবু তারা নাকি মানুষ শহরে থাকে
শিশুরা পায় না কাদা মাটির গন্ধ
দেখে না রাতের নক্ষত্র
চাঁদের মায়াবী আলো
তারা কি মানব শিশু ?
সভ্যতার নামে ইট পাথরের গুহা বাসি ।
প্রতিটি দিন একেই রুমে বসে দেখি নাটক গান
নগর বাসি বুঝবে কি জোয়ার ভাটার টান
সকালে ইট পাথরের গুহা থেকে বের হয়
এক ঝাক পিঁপড়ার দল
খাবার নিয়ে ফিরে শিকারির দল
আহারে তোমাদের শহর
নদী গুলো যেন বিষের নহর
এই তো তোমাদের শহর
শব্দই উত্তপ্ত নির্বিকার নগর মানুষ
ছুটে আর ছুটে এই ছুটার যেন শেষ নেই ,
অদক্ষ জীবনের টাকার গোলাম এ শহর
তোমাদের এই লোকালয়ে
প্রতিদিন কতশত সরল শব্দ নিরুদ্দেশ হয়,
কবিতারা পরিণত হয় নিখোঁজ সংবাদে।
তবু ইচ্ছে জাগে একটি কবিতা লিখি-
খুব ভালবেসে একটি কবিতা
যেখানে শব্দ আর তুমি দুজনেই অমর
আমার গ্রামের সজিব ফসলের মতো ।
এখন আর মানুষ নাই তারা
ইট পাথরের দালান গুলো যেন গুহা
গাছ নাই পাখি নাই আকাশ নাই
আলো বাতাস ছায়া নাই !
তবু তারা নাকি মানুষ শহরে থাকে
শিশুরা পায় না কাদা মাটির গন্ধ
দেখে না রাতের নক্ষত্র
চাঁদের মায়াবী আলো
তারা কি মানব শিশু ?
সভ্যতার নামে ইট পাথরের গুহা বাসি ।
প্রতিটি দিন একেই রুমে বসে দেখি নাটক গান
নগর বাসি বুঝবে কি জোয়ার ভাটার টান
সকালে ইট পাথরের গুহা থেকে বের হয়
এক ঝাক পিঁপড়ার দল
খাবার নিয়ে ফিরে শিকারির দল
আহারে তোমাদের শহর
নদী গুলো যেন বিষের নহর
এই তো তোমাদের শহর
শব্দই উত্তপ্ত নির্বিকার নগর মানুষ
ছুটে আর ছুটে এই ছুটার যেন শেষ নেই ,
অদক্ষ জীবনের টাকার গোলাম এ শহর
তোমাদের এই লোকালয়ে
প্রতিদিন কতশত সরল শব্দ নিরুদ্দেশ হয়,
কবিতারা পরিণত হয় নিখোঁজ সংবাদে।
তবু ইচ্ছে জাগে একটি কবিতা লিখি-
খুব ভালবেসে একটি কবিতা
যেখানে শব্দ আর তুমি দুজনেই অমর
আমার গ্রামের সজিব ফসলের মতো ।
মন্তব্যসমূহ