মসিউর রহমান রাঙ্গাঁ বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ পূণরায় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুর্ষ্ঠিত হয়। এতে সারাদেশের ৮৭টি জেলা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অধিবেশনে আগামী দু’বছরের জন্য প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁকে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এবং খন্দকার এনায়েত উল্যাহ মহাসচিব পদে সর্বসম্মতিক্রমে পুনঃনির্বাচিত হয়।

এছাড়া মোঃ রুস্তম আলী খানকে কার্যকরী সভাপতি ও আলী আকবরকে যুগ্ম-মহাসচিবসহ ১২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সর্বস্তরের সদস্যদের প্রতি আন্তরিক কৃজ্ঞতা জ্ঞাপন করে সড়ক পরিবহন খাতের মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণে সদা নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এদিকে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা পূনরায় সড়ক পরিবহন সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় রংপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্যসমূহ