ক্ষুধার রাজ্যে পৃথিবী বিক্রয় হয়েছে ইচ্ছের দামে।
কেউ আসলে আর কেউ হয় সুদের অবৈধ কামে।
বিক্রয় হয়েছে কিছু মানবতা দাবার নিখুঁত চালে ।
প্রাথনা পূজো সবেই হয় মনের ঘরের খবর কে রাখে
হত্যা গুম নির্যাতন হানাহানি কবে শান্ত ছিল পৃথিবী
কুরবানি বলীদান তবু পশু কি মানুষ হয়েছে রথে
একই সারিতে মানব জন্ম কত সারিতে হয় হানাহানি।
বাজির মঞ্চে যে যার মন্ত্র জপে জয় যেন নেশা তাঁর
কে কার চেয়ে বড় প্রামানে শুধু রক্ত ঝরে দরিয়ায় ।
গর্ভ নিয়ে বড্ড গর্ব নারীর? এই গর্ভই ধ্বংসের সৃষ্টি
গর্ভে জমে জমে ক'মাসে তুমি জন্ম দাও কি মানুষ
তারা হয়ে যায় জাত পাত বর্ণে ভিন্ন ভিন্ন রথের যাত্রী ।
তোমার অংশ তোমার শরীর থেকে তোমাতেই প্রেম
নারী তোর আকাঙ্ক্ষা-অবাধ বিচরণ,দ্যাখো ছিন্নভিন্ন।
সম্মান নিয়ে কেবলি আমার যত শঙ্কা! হে মানব
তোমার ঠোঁটে ধর্ষকের হাসি চিহ্ন! অবাক দেখি !
দ্যাখো রক্ত এক সমুদ্র,এক পৃথিবী পথে সব আগমন ,
তোমার দর্প যাত্রা?তোমার আগমন ছিলো এ রথে।
করো সম্মান মৃত আমাকে, দাও ইচ্ছের কাছে বলি,
আমার কান্না পানে জাগো, নিয়ে রক্ত খেলো হলি।
খুদার রাজ্যে পৃথিবী বিক্রয় হয়েছে ইচ্ছের দামে।
কেউ আসলে আর কেউ হয় সুদের অবৈধ কামে।
পাপে মানুষ বাঁচে না তুমি পুরুষ আমি নারী
আমার দোষ আমার জাতে কাল আমার শরীর,
আমার ভুল আমি নারী,আমি বশ করতে পারি!
আমার কেউ নাই,আমি জাতহীন আমার নিন্দা,
আমি যেভাবেই থাকি আমি শুধু পশুর খাবার
আমার ব্যথা, তোমার কাম্য,আমিই তো তাই রাধা ।
আমি রুক্সার, চিত্রাঙ্গদা,আমার শক্তি তোমার কাঁদা।
আমার স্বাধীনতায় তোমার, 'না'
আমি চাইলেই করো মানা,
কেউ আসলে আর কেউ হয় সুদের অবৈধ কামে।
বিক্রয় হয়েছে কিছু মানবতা দাবার নিখুঁত চালে ।
প্রাথনা পূজো সবেই হয় মনের ঘরের খবর কে রাখে
হত্যা গুম নির্যাতন হানাহানি কবে শান্ত ছিল পৃথিবী
কুরবানি বলীদান তবু পশু কি মানুষ হয়েছে রথে
একই সারিতে মানব জন্ম কত সারিতে হয় হানাহানি।
বাজির মঞ্চে যে যার মন্ত্র জপে জয় যেন নেশা তাঁর
কে কার চেয়ে বড় প্রামানে শুধু রক্ত ঝরে দরিয়ায় ।
গর্ভ নিয়ে বড্ড গর্ব নারীর? এই গর্ভই ধ্বংসের সৃষ্টি
গর্ভে জমে জমে ক'মাসে তুমি জন্ম দাও কি মানুষ
তারা হয়ে যায় জাত পাত বর্ণে ভিন্ন ভিন্ন রথের যাত্রী ।
তোমার অংশ তোমার শরীর থেকে তোমাতেই প্রেম
নারী তোর আকাঙ্ক্ষা-অবাধ বিচরণ,দ্যাখো ছিন্নভিন্ন।
সম্মান নিয়ে কেবলি আমার যত শঙ্কা! হে মানব
তোমার ঠোঁটে ধর্ষকের হাসি চিহ্ন! অবাক দেখি !
দ্যাখো রক্ত এক সমুদ্র,এক পৃথিবী পথে সব আগমন ,
তোমার দর্প যাত্রা?তোমার আগমন ছিলো এ রথে।
করো সম্মান মৃত আমাকে, দাও ইচ্ছের কাছে বলি,
আমার কান্না পানে জাগো, নিয়ে রক্ত খেলো হলি।
খুদার রাজ্যে পৃথিবী বিক্রয় হয়েছে ইচ্ছের দামে।
কেউ আসলে আর কেউ হয় সুদের অবৈধ কামে।
পাপে মানুষ বাঁচে না তুমি পুরুষ আমি নারী
আমার দোষ আমার জাতে কাল আমার শরীর,
আমার ভুল আমি নারী,আমি বশ করতে পারি!
আমার কেউ নাই,আমি জাতহীন আমার নিন্দা,
আমি যেভাবেই থাকি আমি শুধু পশুর খাবার
আমার ব্যথা, তোমার কাম্য,আমিই তো তাই রাধা ।
আমি রুক্সার, চিত্রাঙ্গদা,আমার শক্তি তোমার কাঁদা।
আমার স্বাধীনতায় তোমার, 'না'
আমি চাইলেই করো মানা,
মন্তব্যসমূহ