রাতদিন রক্তের কণায় কণায় জন্ম নেয় অন্ধকারের স্বপ্ন
আমি পুষে রাখি তাকে,সে জল রঙে ডুব-সাঁতার খেলে যায়।
অনিদ্রার কালো জলে নিজে ডুবে আমি তাকে আলো দেই
সমস্ত রাত ভালোবেসে মহাকালের থেকে অনন্ত সময় পড়ে ।
সচ্ছল শাণিত নদী, তীরে তার সারস-দম্পতি স্বপ্ন দেখে
ঐ জল রঙে ক্লান্তিহীন অনুভব করে ভালোবাসার খেলা
আমার চোখ অন্ধকারে পায় নীলাভ আকাশে অনন্ত মোহে
রাতের নক্ষত্র মিশে যায় রক্তের কণায় দিনের সূর্যের বর্ণে ।
তবু এ মনের প্রণয়কে জ্বলন্ত তিমিরগুলো আলো ছায়া দেখে
প্রকৃতির সৌন্দর্যকে কে অন্ধার থেকে আলো আসে নীরবে ।
কোথাও কোথাও সুখ পুড়ে দিনমান অবিশ্বাসের আগুনে,
সঙ্গীর সঙ্গ কস্তূরী নাভির গভীরে জীবন্ত চিতার ঘ্রাণ নিয়ে
সময় ডুবে থাকে অনন্ত অন্ধকারে বিশ্বাসহীন-ভালোবাসায় ।
যেতে চাই না, তবুও যাই অন্ধকারে বনের মাঝে আলো
অন্ধকারে বৃষ্টি নামে- এ সংস্কার বোধের ভেতর বদ্ধমূল।
আলোকময় পাখা আকাশে ভেসে আসে অন্ধকার থেকে
এই যে দাবানল, এই যে খরাপোড়া অগি্নদহনকালরাত্রি,
এই যে ঝড়োহাওয়া, এই যে গুমগুম বজ্রপাত দিবস-রজনী,
কান্নার প্রতিশ্রুতিগুলো রেখে দিয়েছি মহা অন্ধকারের ঘরে
নক্ষত্রগুলো জ্বলছে তবু আজ জোছনামুখর অন্ধকার রাত।
চলমান ------
আমি পুষে রাখি তাকে,সে জল রঙে ডুব-সাঁতার খেলে যায়।
অনিদ্রার কালো জলে নিজে ডুবে আমি তাকে আলো দেই
সমস্ত রাত ভালোবেসে মহাকালের থেকে অনন্ত সময় পড়ে ।
সচ্ছল শাণিত নদী, তীরে তার সারস-দম্পতি স্বপ্ন দেখে
ঐ জল রঙে ক্লান্তিহীন অনুভব করে ভালোবাসার খেলা
আমার চোখ অন্ধকারে পায় নীলাভ আকাশে অনন্ত মোহে
রাতের নক্ষত্র মিশে যায় রক্তের কণায় দিনের সূর্যের বর্ণে ।
তবু এ মনের প্রণয়কে জ্বলন্ত তিমিরগুলো আলো ছায়া দেখে
প্রকৃতির সৌন্দর্যকে কে অন্ধার থেকে আলো আসে নীরবে ।
কোথাও কোথাও সুখ পুড়ে দিনমান অবিশ্বাসের আগুনে,
সঙ্গীর সঙ্গ কস্তূরী নাভির গভীরে জীবন্ত চিতার ঘ্রাণ নিয়ে
সময় ডুবে থাকে অনন্ত অন্ধকারে বিশ্বাসহীন-ভালোবাসায় ।
যেতে চাই না, তবুও যাই অন্ধকারে বনের মাঝে আলো
অন্ধকারে বৃষ্টি নামে- এ সংস্কার বোধের ভেতর বদ্ধমূল।
আলোকময় পাখা আকাশে ভেসে আসে অন্ধকার থেকে
এই যে দাবানল, এই যে খরাপোড়া অগি্নদহনকালরাত্রি,
এই যে ঝড়োহাওয়া, এই যে গুমগুম বজ্রপাত দিবস-রজনী,
কান্নার প্রতিশ্রুতিগুলো রেখে দিয়েছি মহা অন্ধকারের ঘরে
নক্ষত্রগুলো জ্বলছে তবু আজ জোছনামুখর অন্ধকার রাত।
চলমান ------
মন্তব্যসমূহ