ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি  ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করেছে স্থানীয় আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মানিককে আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন মনিকে সদস্য সচিব করে ৮২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়
সোমবার (০১ আগস্ট) বিকেল ৫টার দিকে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়
এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল গফরগাঁও উপজেলাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার ঘোষণা দিয়ে ১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেনউন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই
আরও বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলপৌর মেয়র ইকবাল হোসেন সুমনউপজেলা নির্বাহী অফিসার সিদ্বার্থ শঙ্কর কন্ডুস্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল প্রমুখ

মন্তব্যসমূহ