ভালুকায় পানিতে ডুবে মামা-ভাগ্নীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (০২আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলার আঙ্গারগাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আঙ্গারগাড়া গ্রামের তমসের হোসেনের শিশুকন্যা তায়েবা (২) ও তার মেয়ে ঘরের নাতি রাফি (৩) সকালে খেলার সময় সবার অজান্তে বাড়ির পাশের একটি খাদে পড়ে যায়। পরে পাশের রাস্তার চলাচলরত লোকজন শিশুর লাশ ভাসতে দেখে বাড়ির লোকদের জানালে ওই খাদ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। রাফি ও তায়েবা স¤পর্কে মামা-ভাগ্নী হয় বলে পরিবারের সদস্যরা জানান। 

মন্তব্যসমূহ