ময়মনসিংহ বিভাগের ১৪টি বেসরকারি কলেজ সরকারি হচ্ছে

ময়মনসিংহ বিভাগের ১৪টি বেসরকারি কলেজ সরকারি
হচ্ছে । বিভাগের ১৪টি বেসরকারি কলেজ সরকারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতিও দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসব কলেজে নিয়োগ বন্ধ করে পৃথক পৃথক পরিদর্শন প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এসব কলেজ সরকারি করার সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকতাগুলো শেষ করে প্রজ্ঞাপন জারি করা হবে। ময়মনসিংহ বিভাগের যেসব কলেজ সরকারি হচ্ছে তা হলো ভালুকা ডিগ্রি কলেজ, ধোবাউড়া আদর্শ কলেজ, ত্রিশাল নজরুল কলেজ, হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, তেলিগাতি ডিগ্রি কলেজ, দুর্গাপুর সুসং মহাবিদ্যালয়, বারহাট্টা কলেজ, কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজ, কলমাকান্দা ডিগ্রি কলেজ, কেন্দুয়া ডিগ্রি কলেজ ও পূর্বধলা ডিগ্রি কলেজ, দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সরিষাবাড়ি বঙ্গবন্ধু কলেজ।

মন্তব্যসমূহ