বাংলাদেশ গণ-আজাদী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ গণ-আজাদী লীগের নিজস্ব কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়াসহ ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

news-pik-gonoএসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ গণ-আজাদী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরওয়ার হোসাইন। গণ-আজাদী লীগের সভাপতি এ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান।

মন্তব্যসমূহ