আরামবাগ২ -১ গোলে উত্তর বারিধারা কে হারিয়ে পূর্ণ পয়েন্ট ৩অর্জনে সন্তুস্ট

জেবি বিপিএল লিগের চট্রগ্রাম পর্ব’র শেষ দিনের ১ম ম্যাচে উত্তর বারিধারা এবং আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যেকার খেলা টি প্রবল বৃষ্টিতে ১-১গোলে এম.এ আজিজ স্টেডিয়ামে চলছে।
খেলার শুরুর ১৮মিঃ সেন্টুর গোলে বারিধারা এগিয়ে গেলে ২৬মিঃ সময় ডি;বক্সের বাইরে থেকে ফ্রি কিক শটে গোল করে কিস্টার আকন সমতা এনে দেন আরামবাগ কে । ম্যাচের ২য় অর্ধায়ের ৩৫মিঃ আবারো কিস্টার আকন গোল করে দল লিড নিয়ে পূর্ন ৩পয়েন্ট পেয়ে মোট ৪পয়েন্ট অর্জন করে চট্রগ্রাম পর্ব শেষ করলো। আরামবাগ ক্রীড়া সংঘের কোচ সাইফুল বারী টিটু ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন,খেলায় তেমন সন্তুষ্ট না হলেও একটি জয় পেয়ে কিছুটা শান্তা পাচ্ছি।

মন্তব্যসমূহ