ফুলবাড়িয়ায় মার্কেটে আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের জয়না মার্কেটে আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী তাজুল ইসলাম জানান, ভোরে রাস্তা দিয়ে হাটা-হাটির এক পর্যায়ে জুলহাসের ঘরে আগুনের লেলিহান দেখতে পান। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। এতে পুড়ে যায় ৬টি দোকান। এর মধ্যে ৩টি মুদির দোকান, ১টি ঔষধের দোকান ও ২টি স্যালুন রয়েছে। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস উপস্থিত হয় বলে জানান তিনি।

মন্তব্যসমূহ