অাজ সারাদেশে একযোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

আজ সোমবার সারাদেশে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে একযোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। আজ রোববার ইউজিসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইউজিসি চেয়ারম্যান বলেন, সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪৫ থেকে ৫০ লাখ মানুষ এ কর্মসূচিতে অংশ নিবেন। এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ তদন্তে ইউজিসির সক্ষমতা নেই। নর্থসাউথের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের বাড়ি ছাড়ার নোটিশ বা বাসা ভাড়া না দেওয়ার খবর পাওয়া যাচ্ছে তা দুঃখজনক বলেও মনে করেন ইউজিসি চেয়ারম্যান। 

মন্তব্যসমূহ