জামায়াত নেতার ছেলে এস.আই হাসান মাহমুদ চাঁদা দাবী ও হত্যার হুমকি অাতংকে শাহজাহান ফকির

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা চর আলগী ইউনিয়নের ইসলামিয়া হাইস্কুলের মৌলভী তৈয়ব আলী এক সময়ের গফরগাও থানা জামায়াত নেতা এর ছেলে হাসান মাহমুদ বর্তমানে হেড কোয়ার্টারের এস,আই হিসেবে কর্মরত। সে পুলিশে চাকুরী নিয়েই এবং পুলিশের এস.আই দাপট খাটিয়ে পূর্বে আক্রোসে গফরগাঁও এর প্রভাবশালী পরিক্ষীত আওয়ামীলীগ নেতা, ময়মনসিংহ জেলা জননেত্রী সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান ফকিরকে হত্যার হুমকি দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। এমনকি শাহজাহান ফকির প্রাণের ভয়ে ৩ লক্ষ টাকা এককালীন দিয়েও দেয়। তার পরেও ৫৪ হাজার টাকা বিভিন্ন সময়ে এস.আই হাসানের মোবাইলে বিকাশ করে। বর্তমানে এস.আই হাসান মাহমুদ শাহজাহান ফকিরের কাছে ১ লক্ষ ৪৬ হাজার টাকার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে শাহজাহান ফকির তার লিখিত অভিযোগ জানিয়েছে। অভিযোগ আরও জানা যায় ১৯৯৮ সালে ৩ জানুয়ারী সকাল অনুমান ১১ টায় শাহজাহান ফকিরকে হত্যা করার জন্য মৌলভী তৈয়ব আলীর ছেলে হাসান মাহমুদ সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করলে আশংকা জনক অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। যা হাসপাতালে চিকিৎসাকালীন সকল সার্টিফিকের ও কাগজপত্র এখনও সংরক্ষন আছে। উল্লেখ্য তৎ সময়ে শাহজাহান ফকির ইচ্ছা থাকা সত্ত্বেও ন্যায় বিচারের জন্য থানায় বা বিজ্ঞ আদালতে কোন প্রকার মামলা করতে সাহস পায়নি। বরং দীর্ঘদিন প্রাণের ভয়ে পথে প্রান্তে পালিয়ে থাকতে হয়েছে। পরবর্তীতে হাসান মাহমুদ পুলিশে চাকুরী নিয়ে ঢাকায় চলে গেলে শাহজাহান ফকির বাড়ী ঘরে আসলেও এস.আই হাসান মাহমুদের হত্যার হুমকি ও টাকা দাবী থেকে মুক্তি পাচ্ছে না। বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে জনমনে দাবী উঠেছে।

মন্তব্যসমূহ