সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
গাজীপুরে স্টার জলসা দেখতে বাধা দেয়ায় স্বামী হত্যা মামলার অাজ রায়
গাজীপুরে স্টার জলসা দেখতে বাধা দেয়ায় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী হত্যা মামলার রায় ৩ আগষ্ট বুধবার। ২০১৫ সালের ৪ জানুয়ারী গাজীপুর মহানগরের তেলিপাড়ার ভাড়া বাসায় স্ত্রী রিপা আক্তারের ছুরিকাঘাতে স্বামী সোহরাব হোসেনের মৃত্যু হয়। এঘটনায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার এ হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন বলে আদালত সুত্র জানায়।
মামলার বিবরনে জানা যায়, জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার মো: শাহজাহানের পুত্র সোহরাব হোসেন স্ত্রী রিপা আক্তার ও ছয় বছর বয়সী সন্তান নিলয়কে নিয়ে গাজীপুর মহানগরের তেলিপাড়ায় জনৈক মনিরের বাসায় ভাড়া থেকে এয়ারটেল মোবাইল ফোন কম্পানিতে চাকুরী করতেন। ঘটনার দিন রাতে স্বামী সোহরাব হোসেন ওরফে আমির হোসেন কাজ শেষে বাসায় ফিরে দেখেন স্ত্রী রিপা টিভিতে স্টার জলসা দেখছেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রিপা আক্তার স্বামী সোহরাব হোসেনের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত সোহরাবকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ৫ জানুয়ারী সোহরাবের বাবা শাহজাহান বাদী হয়ে পুত্রবধু রিপা আক্তারকে আসামী করে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আল মামুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৩ আগষ্ট বুধবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ মামলার রায় ঘোষণা করবেন।
মন্তব্যসমূহ