হাসান মামুন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে টঙ্গীর ষ্টেশনরোড এলাকায় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে অপরিস্কার, অব্যবস্থাপনা ও প্যাথলজি বিভাগের পরীক্ষা-নিরীক্ষার স্বাক্ষরে অনিয়ম করার অপরাধে গাজীপুর সিটি কর্রোপরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম জহুরুল আলমের নেতৃত্বে, আবেদা মেমোরিয়াল হাসপাতালক ১লাখ, ফাতিমা জেনারেল হাসপাতাল ৫০ হাজার, সন্ধানী ডায়াগনষ্টিক সেন্টার ৫০ হাজার ও সেবা শুশ্রুষা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে আশপাশের বেশ কয়েকটি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের লোকজন ভেতরে রোগী রেখেই বাহির থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এতে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়ে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম জহুরুল আলম জানান, এ অভিযান অভ্যাহত থাকবে। যদি তারা সচেতন না হয় তাহলে পরবর্তীতে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য অভিযান চালাকালিন সময়ে হোসেন আলী নামে এক ভূয়া সাংবাদিককে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক করেন এবং ১০হাজার টাকা জরিমানা ও আনাদায়ী এক মাসের জেল প্রদান করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম জহুরুল আলম জানান, এ অভিযান অভ্যাহত থাকবে। যদি তারা সচেতন না হয় তাহলে পরবর্তীতে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য অভিযান চালাকালিন সময়ে হোসেন আলী নামে এক ভূয়া সাংবাদিককে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক করেন এবং ১০হাজার টাকা জরিমানা ও আনাদায়ী এক মাসের জেল প্রদান করেন।
মন্তব্যসমূহ