ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



এইচ এম মোমিন তালুকদার, ময়মনসিংহ  প্রতিনিধি ঃ ত্রিশালে কনফিডেন্স শিক্ষা পরিবার ও সাপ্তাহিক সবুজ সময়  পত্রিকার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টায় ত্রিশাল পৌর মিলনায়তনে কনফিডেন্স শিক্ষা পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক,  ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি ও কনফিডেন্স শিক্ষা পরিবারের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলমগীর কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার, পৌরসভার পেনেল মেয়র-১ ও কাউন্সিলর মোঃ আজাহারুল ইসলাম, কাউন্সিলর এবি সিদ্দিক শাহজাহান, দুখু মিয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমূখ। কনফিডেন্স শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক মুকছুদুল হাসান রিয়দের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ২০১৬ সালের এস.এস.সি পরীক্ষার গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ও চুড়ান্ত মডেল টেষ্টে প্রথম স্থান অর্জন করায় গফরগাঁও উপজেলার শহীদ ল্যাঃ আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্র লেয়াকত আলীকে একটি কম্পিউটার প্রদান করা হয় এবং বিভিন্ন ক্লাসের কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

মন্তব্যসমূহ