বাহুবলি’র দ্বিতীয় পর্ব মুক্তি ২৮ এপ্রিল ১৭

গেলো বছর মুক্তি পায় ভারতের বহুল আলোচিত সিনেমা বাহুবলি-দ্য বিগিনিং। সিনেমার ক্লাইমেক্স দৃশ্যের কারণে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহটা একটু বেশি। সিনেমাটি যারা দেখেছেন তাদের মনে একটাই প্রশ্ন জেগেছিলো। আর তা হলো –

কাটাপ্পা কেন হত্যা করেছিলো বাহুবলীকে? এই প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন হাজারো চলচ্চিত্রপ্রেমী। তাদের জন্য সুখবর, কবে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’, দিনক্ষণটা জানিয়েছেন করণ জোহর এবং তার ‘ধর্মা প্রোডাকশনস’।


‘ধর্মা প্রোডাকশনস’-এর পক্ষ থেকে একটি এবং করণ জোহরের পক্ষ থেকে দু’টি টুইট করে পাকা খবরটা জানানো হয়েছে।

মূলত উত্তর ভারতের ছবিঘরে ‘ধর্মা প্রোডাকশনস’-এর হাত ধরেই ডিস্ট্রিবিউটেড হয়েছিল ‘বাহুবলী’-র প্রথম পর্ব। দ্বিতীয় বারেও তার অন্যথা হচ্ছে না। স্বাভাবিকভাবেই করণ জোহর এবং ‘ধর্মা প্রোডাকশনস’-এর কাছে তাই সঠিক খবরই থাকবে।
‘ধর্মা প্রোডাকশনস’ টুইট করেছে, ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ মুক্তি পাচ্ছে ২৮ এপ্রিল, ২০১৭।’
অন্যদিকে, করণ জোহরের প্রথম টুইটও সিলমোহর দিয়েছে এই বক্তব্যে। আর দ্বিতীয় টুইটে ধরা দিয়েছে ছবি মুক্তির তারিখ জেনে করণ জোহরের উত্তেজনা, ‘ধর্মা প্রোডাকশনস আর এএ ফিল্মস সম্মানিত এবং গর্বিত, ফের মহাপ্রতিভাশালীর সঙ্গে যুক্ত হতে পেরে!’
ভারতের সবচেয়ে ব্যয়বহুল ও রেকর্ড গড়া ‘বাহুবলি’ ছবিতে কেন নেয়া হয়নি কোন বলিউড তারকাদের?

‘বাহুবলী’র কাছে কেন হেরে গেল ‘কাবালি’..?

মন্তব্যসমূহ