মাওনা চৌরাস্তা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১৫

রেজাউল সরকার (আঁধার), গাজীপুর প্রতিনিধি: জেলার শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তার আবাসিক হোটেল গৌধূলী থেকে থানা পুলিশ ৪ যৌনকর্মীসহ ১৫ জনকে আটক করেছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয় ।শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) কায়সার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিকাল সাড়ে ৫টার দিকে ওই হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ পতিতা সহ ১১ খদ্দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ৪ মক্ষিরানী হলো- সুমী (২০), নাজমা (২২), সাবিনা (২০) ও সুমি আক্তার (২০)।

১১ খদ্দের হলো- মোশারফ (২২), নাঈম (৩০), রানা সরকার (২৮), আলি হোসেন (৫০), রানা সরকার (২৬), রানা (৩০), জুবাইদুল (৩০), মোখলেছুর রহমান (২৮), শিপন (৩০), সোহেল (২৫), রইছ উদ্দিন মোল্লা (৩০)।

মন্তব্যসমূহ