ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি এখন একটি শক্তিশালী দল। এ দল আগামীতে ক্ষমতায় আসবে। এছাড়া জাতীয় পার্টি আজ ক্ষমতায় থাকলে গাইবান্ধার সিংড়িয়া বাঁধ ভাঙতো না।বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, জাতীয় পার্টি বানভাসীদের পাশে সব সময় ছিল এবং আগামীতেও থাকবে। ১৯৮৭-৮৮ সালে এর চেয়ে বড় বন্যায় আমার সরকার মোকাবেলা করেছে। বন্যা অনুযায়ী বর্তমান সরকারের ত্রাণ অপ্রতুল্য। তাই তিনি সরকারসহ দেশবাসীকে এসব বানভাসী মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহব্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, ‘বাংলার জমিনে জঙ্গিবাদের কোন স্থান নেই। দেশের মানুষ সন্ত্রাসে বিশ্বাসী না। দেশবাসীকে সঙ্গে নিয়ে এ জঙ্গিবাদ নির্মূল করতে হবে।
গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রেীয় কমিটির সদস্য আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে পথসভায় এরশাদের সফর সঙ্গী ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নের্তৃবৃন্দ।
পরে এরশাদ বালাসিঘাটে ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে যান।
মন্তব্যসমূহ