গাজীপুরে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছে

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুরে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছে। ৩ আগস্ট বুধবার ভোর রাতে মহাসড়ক পার হওয়ার সময় তাকেচাপা দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের নাওজোড় মোড় এলাকায় বুধবার ভোর রাতে আনুমানিক ২৪ বছর বয়সী যুবককে একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তার পরনে জিন্সের প্যান্ট ও কালো রংয়ের শার্ট রয়েছে। তার পরিচয় জানা যায়নি।

মন্তব্যসমূহ