নান্দাইল হাসপাতালের জন্য এ্যাম্বুলেন্স গ্রহন করলেন সংসদ সদস্য

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাননীয় সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন ২রা আগস্ট মঙ্গলবার ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের (সিএমএসডি) এক অন্ষ্ঠুানে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের নিকট থেকে একটি অত্যাধুনিক নতুন এ্যাম্বুলেন্স নান্দাইলের জনগণের জন্য গ্রহন করেছেন। ১২ ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে প্রায় ৪ লাখ লোকের বসবাস এই নান্দাইলে। নতুন এ্যাম্বুলেন্স প্রাপ্ত হওয়ায় নান্দাইলের অসুস্থ লোকজনকে জেলা সদরে পাঠানোর ক্ষেত্রে বিরাট উপকার সাধিত হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলাস স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম খাঁন। নান্দাইলের জনগণের জন্য এ্যাম্বুলেন্স গ্রহন করায় উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল, বাংলাদেশ মানাবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখা মাননীয় এমপি মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে।

মন্তব্যসমূহ