ময়মনসিংহে মানবতা বিরোধী মামলায় ৪ জন গ্রেফতার

আবু ইউসুফ ময়মনসিংহ জেলা প্রতিনিধি ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ মো: আব্দুর রহিম ও মো: জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। এছাড়া মুক্তাগাছা থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তাদেরকে সোমবার বিকেলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেনময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কুঁড়িপাড়া গ্রামের জবেদ আলী মুন্সির ছেলে আব্দুস ছালাম ও একই উপজেলা আড়াইবাড়িয়া গ্রামের মৃত তমিজ উদ্দিন ফকিরের ছেলে সুরুজ আলী ফকির গ্রেফতারকৃত আব্দুস ছালাম ৭১ সালে আল বদর সদস্য ও সুরুজ আলী ফকির রাজাকার সদস্য হয়ে মুক্তাগাছার বিভিন্ন এলাকায় হত্যাধর্ষণঅগ্নি সংযোগলুটতরাজসহ নানা অপরাধে জড়িত ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মুক্তাগাছা থানার উপ-পরির্দশক রাশেদুল হাসান বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ড রয়েছে

মন্তব্যসমূহ