ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত

ময়মনসিংহের ভালুকায় (০২আগষ্ট) মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পাইলট হাই স্কুল মোড় এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুস সামাদ নামে ট্রাকের হেলপার নিহত এবং ড্রাইভারসহ আহত হয়েছে ৮ জন । প্রত্যক্ষদর্শীরা জানান-ঘটনার সময় ময়মনসিংহগামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৫৫৬০) দাড়িয়ে থাকা অপর একটি লবণ বোঝাই ট্রাককে (ঢাকা-মেট্রো-১১-১১৬২) পেছন থেকে ধাক্কা দিলে ওই ট্রাক একটি পিক-আপকে এবং পিক-আপটি একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।এতে সিমেন্ট বোঝাই ট্রাকের হেলপার আব্দুস সামাদ ঘটনাস্থলই নিহত হন। এ সময় অন্তত ৮ জন আহত হয়েছে।খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে পুলিশ মৃত অবস্থায় আব্দুস সামাদকে উদ্ধার করে। আব্দুস সামাদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসমূহ